a story lurks in every corner...

আমি ও তিস্তা

আমি:
তিস্তা বলেছিলাম ফিরে আসব তোমার কাছে
কিন্তু তার হাত ধরে আসতে পারিনি, একাই এসেছি

বলেছিলাম স্বপ্নের খেয়া ভাসাবো তোমার স্বচ্ছ জলে কিন্তু তা যে চোখের জলে আগেই ভাসিয়ে দিয়েছি

বলেছিলাম অনেক ভালবাসা সাথে নিয়ে আসব কিন্তু আজ আমি নিঃস্ব হাতে এসেছি
তুমি কি গ্রহন করবে আমায়?


তিস্তা:
তিস্তা আমি বয়ে চলেছি যুগ-যুগান্তর ধরে
দেখেছি বহু প্রজন্মের বেদনা যন্ত্রণা সুখ অসুখ
সব বয়ে চলেছি আমার শীতল স্রোতে
এসো আমার তীরে তুমি, এসো আমার তরে
ভাসিয়ে দাও সব গ্লানি, কান্না যত আছে তোমার বুকে
আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো
বয়ে যাবে আমার স্রোত, মিশে যাবে তোমার সুরে

Co-authored with Dip Sarkar

No comments:

Post a Comment