কাল বিকেল থেকে আমি plus এরা, দু'পক্ষই ঘরবন্দি
এরা দুজন আমার ব্যালকনিতে থাকে, ওখানে রাখা গাছপালার মধ্যে
অনেকবার তাড়িয়েছি কিন্তু বেহায়া পাখি কিছুতেই যায় না। অবশেষে ওদের দাবির সামনে নতিস্বীকার করতে হলো আমায় এবং ব্যালকনির মালিকানা ওদের হাতে দিয়ে দিতে হলো।
তবে অনেকদিন বসবাস করার ফলে এখন অবশেষে ব্যালকনি টাকে ওরা নিজের বাড়ি বলে মনে করতে শুরু করেছে। Potty ট্রেনিং হয়ে গেছে ওদের। এখন আর বেলকনি নোংরা করে না। বাইরে হাগু করে আসে।
আগে ওদের খাবার জন্য রোজ চাল আর ডাল ছড়িয়ে রাখতাম। বিকেলবেলা ঘরে ফিরে এসে দেখতাম যেখানের খাবার সেখানেই পড়ে রয়েছে। একটা কিছু খাইনি।
আসলে তো আজকালকের হাওয়া এদের লেগে গেছে। তাই ঘরের শাক-মাছ-ভাত-ডাল এদের ভালো লাগেনা। সারাক্ষণ শুধু বাইরে খাওয়ার তাল।
এরা দুজন আমার ব্যালকনিতে থাকে, ওখানে রাখা গাছপালার মধ্যে
অনেকবার তাড়িয়েছি কিন্তু বেহায়া পাখি কিছুতেই যায় না। অবশেষে ওদের দাবির সামনে নতিস্বীকার করতে হলো আমায় এবং ব্যালকনির মালিকানা ওদের হাতে দিয়ে দিতে হলো।
তবে অনেকদিন বসবাস করার ফলে এখন অবশেষে ব্যালকনি টাকে ওরা নিজের বাড়ি বলে মনে করতে শুরু করেছে। Potty ট্রেনিং হয়ে গেছে ওদের। এখন আর বেলকনি নোংরা করে না। বাইরে হাগু করে আসে।
আগে ওদের খাবার জন্য রোজ চাল আর ডাল ছড়িয়ে রাখতাম। বিকেলবেলা ঘরে ফিরে এসে দেখতাম যেখানের খাবার সেখানেই পড়ে রয়েছে। একটা কিছু খাইনি।
আসলে তো আজকালকের হাওয়া এদের লেগে গেছে। তাই ঘরের শাক-মাছ-ভাত-ডাল এদের ভালো লাগেনা। সারাক্ষণ শুধু বাইরে খাওয়ার তাল।
Beautifully expressed!
ReplyDelete