a story lurks in every corner...

আমি ও তিস্তা

আমি:
তিস্তা বলেছিলাম ফিরে আসব তোমার কাছে
কিন্তু তার হাত ধরে আসতে পারিনি, একাই এসেছি

বলেছিলাম স্বপ্নের খেয়া ভাসাবো তোমার স্বচ্ছ জলে কিন্তু তা যে চোখের জলে আগেই ভাসিয়ে দিয়েছি

বলেছিলাম অনেক ভালবাসা সাথে নিয়ে আসব কিন্তু আজ আমি নিঃস্ব হাতে এসেছি
তুমি কি গ্রহন করবে আমায়?


তিস্তা:
তিস্তা আমি বয়ে চলেছি যুগ-যুগান্তর ধরে
দেখেছি বহু প্রজন্মের বেদনা যন্ত্রণা সুখ অসুখ
সব বয়ে চলেছি আমার শীতল স্রোতে
এসো আমার তীরে তুমি, এসো আমার তরে
ভাসিয়ে দাও সব গ্লানি, কান্না যত আছে তোমার বুকে
আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো
বয়ে যাবে আমার স্রোত, মিশে যাবে তোমার সুরে

Co-authored with Dip Sarkar

পিকুর_ডায়েরি (বুলবুলের দাপটে শালিক আক্রান্ত)

কাল বিকেল থেকে আমি plus এরা, দু'পক্ষই ঘরবন্দি

এরা দুজন আমার ব্যালকনিতে থাকে, ওখানে রাখা গাছপালার মধ্যে

অনেকবার তাড়িয়েছি কিন্তু বেহায়া পাখি কিছুতেই যায় না। অবশেষে ওদের দাবির সামনে নতিস্বীকার করতে হলো আমায় এবং ব্যালকনির মালিকানা ওদের হাতে দিয়ে দিতে হলো।

তবে অনেকদিন বসবাস করার ফলে এখন অবশেষে ব্যালকনি টাকে ওরা নিজের বাড়ি বলে মনে করতে শুরু করেছে। Potty ট্রেনিং হয়ে গেছে ওদের। এখন আর বেলকনি নোংরা করে না। বাইরে হাগু করে আসে।

আগে ওদের খাবার জন্য রোজ চাল আর ডাল ছড়িয়ে রাখতাম। বিকেলবেলা ঘরে ফিরে এসে দেখতাম যেখানের খাবার সেখানেই পড়ে রয়েছে। একটা কিছু খাইনি।

আসলে তো আজকালকের হাওয়া এদের লেগে গেছে। তাই ঘরের শাক-মাছ-ভাত-ডাল এদের ভালো লাগেনা। সারাক্ষণ শুধু বাইরে খাওয়ার তাল।