তখন অনেক ছোট। অরুণাচল প্রদেশে থাকি। চারিপাশে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, যার নামে ইয়াজালি (Yazali)।
আশেপাশে মানুষজন নেই বললেই চলে। আমরা দুজনেই একে অপরের বন্ধু ছিলাম। পাহাড়ি নদী, নালা, জঙ্গল... আমরা দুজনে বাবা-মায়ের থেকে লুকিয়ে এক্সপ্লোর করে বেড়াতাম। প্রজাপতি ধরা থেকে জোঁকের কামড় খাওয়া, সবকিছুই একসাথে করেছি ছোটবেলায়।
সময়ের সাথে নিজেরা নিজেদের ক্যারিয়ার এবং লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এবং আলাদা আলাদা জগতে চলে যাই। কিন্তু আজও সেই ঋদ্ধতা টা রয়ে গেছে আমাদের মধ্যে।
https://www.facebook.com/109160410427773/posts/117972006213280/https://www.facebook.com/109160410427773/posts/117972006213280/
No comments:
Post a Comment