আমি মনে করি একটা রিলেশন শিপের স্টেবিলিটি র জন্য মানসিকতার একটা বড় রোল আছে। মানসিকতা মানে জেনারেল মেন্টাল make-up of a person.
How he behaves in a given situation; What he would do; what he would say; how he would think; the way he would proceed given a certain set of environmental conditions.... This is what I refer to when I use the term মানসিকতা...
অনেক সময় একটা কথা আমরা প্রায়ই বলে থাকি, 'opposites attract'.
দুটো মানুষ যদি একদম একই স্বভাবের হয়, হয়তো তাদের সম্পর্ক যতটা interesting হয়, তার থেকে স্বভাব যদি একটু আলাদা হয় তাহলে রিলেশনশিপ explore করার মজাই আলাদা হয়ে যায়, এটা আমি মনে করি। কারণ তখন থাকে অপর মানুষটাকে জানা, এবং চেনা, এবং তার মধ্যে থাকা অনেক অজানা জিনিসকে খুঁজে বার করার একটা আগ্রহ। Thrill। তাই জন্যই হয়তো opposites attract phraseটা এত প্রচলিত।
কিন্তু কখনো-কখনো দুটো মানুষের মানসিকতা এতটাই আলাদা হয়ে যায় যে তারা একেবারে দুই মেরুর মানুষ বলে একে অপরের কাছে দেখা দেয়। কখনো কখনো এমন মনে হয় যে অপর মানুষটা একজন complete stranger.
একে তো চিনি না! এই মানুষটাকে কি আমি ভালোবাসি?
কিন্তু তাও ভালোবাসার টানে সব সময় মনে একটা বল পাওয়া যায়। মনের মধ্যে একটা আশা থাকে, 'যাই হোক না কেন আমি তো ওকে ভালোবাসি; সেও আমাকে ভালবাসে; at the end of the day that is what matters; তাহলে adjust করার চেষ্টা করতে ক্ষতি কি? নিশ্চয়ই পারবো। ও না হলে আমি তো পারব। দেখাই যাক না...'
কিন্তু যদি একদিন এরকম একটা situation তৈরি হয় যখন একজনের মনে হয় যে আরেকজনের মানসিকতাটা আলাদাই নয় খারাপ, তাহলে তার কি রিলেশনশিপ টা continue করা উচিত?
দুজন মানুষের মানসিকতা আলাদা হলে সেটা না হয় adjust করে নেওয়া যায় কিন্তু, যদি কেউ মনে করে যে অপর মানুষের মানসিকতাটাই খারাপ, তাহলে তার কি খারাপ মানসিকতার মানুষের সাথে থাকা উচিত???
আমি মনে করি মানসিকতার ভালোত্ত বা খারাপত্তটা আপেক্ষিক। হয়তো আমার কাছে যেটা ভালো, আরেকজনের কাছে সেটা খারাপ and vice versa. আর জোর করে চেষ্টা করেও কারুর thought process কে পাল্টানো যায় না।
তাই, এই সিচুয়েশনে যখন আমি মনে করছি যে অপর মানুষটা ভালো না (বা, তার মানসিকতা খারাপ), আমার কি উচিত সবকিছু জেনে; বুঝে; মেনে; খারাপ মানসিকতার মানুষটার সাথে সংসার করা???