a story lurks in every corner...

আমার প্রিয় ডাইরী


কত শত সুখ দুঃখ লুকিয়ে রেখেছো তুমি তোমার বুকে,

কত চোখের জলের সাক্ষী হয়ে আছো তুমি
কত গোপন কথা জানতে দাওনি কাউকে
আজ যাবার আগে বলে যাই
 আর চেপে রেখো না তোমার মনে জমে থাকা অনুভূতি গুলো

আমি হয়ত থাকব না
কিন্তু যদি সে আসে আমার সন্ধানে
তুমি খুলে দিও তোমার মনের দড়জা
বলে দিও তাকে তোমার বুকে জমে থাকা কথাগুলো
মুক্ত করো তোমার হৃদয়

Author information:
Dipankar Sarkar 
dipsarkar704@Gmail .com